বঙ্গবন্ধুর জন্মদিনে বাকশিস’র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

56

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” উপলে বাংলাদেশ কলেজ শিক সমিতি-বাকশিস চট্টগ্রাম জেলা শাখার পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃরোপন কার্যক্রম তথা “বঙ্গবন্ধু বৃক্ষরোপন” গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিবসে উদ্বোধন করা হয়েছে। পটিয়াস্থ খলিলুর রহমান মহিলা কলেজ প্রাংগনে এই কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ কলেজ শিক সমিতি-বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দীয় সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী। এ উপলে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, গোপালগঞ্জের টুংগিপাড়ার নিভৃত পল্লীতে ১৯২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই বাঙ্গালী জাতি একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছে। তাঁর স্বপ্ন ছিল একটি শোষণ বঞ্চনা ও বৈষম্যহীন সোনার বাংলা গড়ে তোলা। অধ্যাপক আবু তাহের চৌধুরী দেশকে অর্থনৈতিকভাবে উন্নত ও সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য ব্যাপক জনগোষ্ঠীকে শিতি করে মানব সম্পদে রপান্তরের উপর গুরুত্বারোপ করে বলেন, জাতীয় ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো এখন সময়ের দাবি। বিনিয়োগ বাড়িয়ে সোনার বাংলা গড়ে তোলার জন্য বঙ্গবন্ধুর শিা ভাবনার আলোকে এই মুজিববর্ষেই সমগ্র শিা ব্যবস্থা জাতীয়করণ করার কোন বিকল্প নেই। তাই শিােেত্র বৈষম্য নিরসনে শিাব্যবস্থা জাতীয়করণের পদপে নেয়ার আহবান জানান। খলিলুর রহমান মহিলা কলেজ অধ্য মু: আবু তৈয়ব এর সভাপতিত্বে উদ্বোধনী কার্যক্রমে বক্তব্য রাখেন উপাধ্য হাসিনা খানম, বাকশিস জেলা দপ্তর সম্পাদক অধ্যাপক দেলোয়ার হোসেন, সদস্য অধ্যাপক মু: ইব”াহীম, বাকশিস সাংস্কৃতিক ফোরাম আহবায়ক অধ্যাপক পিন্টু ঘোষ, উপজেলা প”কাশনা সম্পাদক অধ্যাপক অভিজিৎ বড়ুয়া, শিক পরিষদ সম্পাদক অধ্যাপক নাজমুন জান্নাত, অধ্যাপক জাহেদুর রহমান, অধ্যাপক এ কে এম শামসুদ্দিন, অধ্যাপক ফরিদা ইয়াসমিন, অধ্যাপক ভগীরথ দাশ, অধ্যাপক বিপ্লব কুমার বসু, কর্মচারী ফেডারেশন চট্টগ্রাম জেলা সভাপতি নুরুল ইসলাম। বক্তারা মুজিববর্ষে বাকশিস চট্টগ্রাম জেলা শাখার গৃহীত বৃরোপন কর্মসূচি চট্টগ্রামের প্রতিটি কলেজে অব্যাহত রেখে ” বঙ্গবন্ধু বৃক্ষ এর মাধ্যমে দেশের পরিবেশ সংরণের আহবান জানান। বিজ্ঞপ্তি