বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া মাদ্রাসার সভা

70

আনোয়ারার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া মাদ্রাসার ৫৯তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৬ ফেব্রূয়ারি বুধবার মাদ্রাসার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে সভার কার্যক্রমের শুরুতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সভাপতি আলহাজ শামসুল হকের সভাপতিত্বে ও অধ্যক্ষ কাজী মাওলানা আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান মেহমান ছিলেন হালিশহর দরবার পীর সাহেব মাওলানা মনিরুল ইসলাম । এতে প্রধান অতিথি ছিলেন বারশত ইউনিয়ন চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মো. জামাল, হাজী ইউনুছ, অধ্যক্ষ মাওলানা এমএ মান্নান ও সুপার মো. সোলাইমান। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও মাদ্রাসায় শতভাগ উপস্থিতির জন্য শিক্ষকদের শ্রেষ্ট শিক্ষক সম্মাননা ক্রেস্ট প্রদান করা করেন। মাহফিলে বক্তারা বলেন, দুনিয়া- আখিরাতে সফলতা পেতে হলে রাসুল (স.) এর দেখানো পথে চলতে হবে। অন্য কোনো মত আর পথে মুক্তি আসবেনা।