বক্সিরহাট ইয়ংম্যান্সের কাছে আবাহনী জুনিয়রের হার

22

আবদুল কাদের বাপ্পির অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যে চট্টগ্রাম আবাহনী জুনিয়রকে পাঁচ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরল নগরীর বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাব। দু’দুলের এটি দ্বিতীয় খেলা। নিজেদের প্রথম খেলায় আবাহনী জুনিয়র আবেদীন ক্লাবের বিপক্ষে জয় পেলেও কর্ণফুলী ক্লাবের কাছে হেরে যায় বক্সিরহাট ইয়ংম্যানস গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্ধারিত ২২ ওভারে খেলায় টস জিতে আগে ব্যাট করে ১৮ ওভারে ৬৮ সংগ্রহ করতে সবগুলো উইকেট হারায়। দলের সুমন বড়ুয়ার ১৪ রান ছাড়া অন্য কোন ব্যাটসম্যান তাদের চাকা দুই অংকের ঘরে নিয়ে যেতে ব্যর্থতার পরিচয় দেয়। বক্সিরহাট ইয়ংম্যানস ক্লাবের পক্ষে জাহিদুল ইসলাম চারটি এবং আবদুল কাদের বাপ্পি দুটি উইকেট নেন।
জবাবে খেলতে নেমে বক্সিরহাট ইয়ংম্যানস ১৯.১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে আবদুল কাদের ও ফয়সাল বিন তাহের দুজনেই ২৩ রান করে দলীয় ইনিংসে যোগ করেন তবে এর মধ্যে আবদুল কাদের আউট হলেও ফয়সাল বিন তাহের ছিলেন অপরাজিত। আবাহনী জুনিয়রের পক্ষে আবিদুল আলম তিনটি এবং হৃদয় চৌধুরী, রাহাত হোসেন একটি করে উইকেট নেন।
আজ রাইজিং স্টার জুনিয়র ও কল্লোল সংঘ গ্রিন মুখোমুখি হবে।