বই বিতরণ উৎসব

108

চরপাথরঘাটা দারুস্-সুন্নাহ মডেল মাদ্রাসা:
কর্ণফুলী থানার চরপাথরঘাটা দারুস্-সুন্নাহ মডেল মাদ্রাসায় গত ১ জানুয়ারি ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দারুস্-সুন্নাহ মডেল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন শরীফা প্রকাশনীর পরিচালক সজল দত্ত, জাফর আহমদ, প্রধান শিক্ষক মুহাম্মদ সরওয়ার আলম, সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ শফিকুর রহমান, শিক্ষক আবদুর ছাত্তার, সফিউল আলম, শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস, সাবরিনা, শারমিন, মৌশফেকা আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় : বোয়ালখালী উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়েছে।
পহেলা জানুয়ারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে তিনি বই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়–য়া’র সভাপতিত্বে ও শিক্ষক আমির হোসেন সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.ইউনুচ, উপজেলা শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, শিক্ষক ফিরোজ আহমদ, কধুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবর্ণা চৌধুরী, শিক্ষক আলপনা পাল, প্রভাকর চক্রবর্তী, জমির উদ্দীন, আবদুস ছোবান, নুরুল আকতার, সুপ্তোত্থিতা মিত্র, শাহীন আকতার, ডেজী সাহা, আবু তাহের, সাজ্জাদ হোসেন, নয়ন দে, মরিয়ম বেগম, কাওসার ফাতেমা, শামসুল ইসলাম বাবলু ও সাংবাদিক বিকাশ নাথ।
আনোয়ারা সিংহরা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব : আনোয়ারায় সিংহরা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার দুপুরে বই বিতরণ উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মিটু কুমার ঘোষের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আনন্দ মোহন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক খালেদ মনছুর, অভিবাবক সদস্য মিল্টন দত্ত। বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক বিশ্বজিৎ বিকাশ দাশ, সিনিয়র শিক্ষক মো. কায়কোবাদ আলী, সৃজন কান্তি পাল। উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক ছানোয়ারা বেগম, কানু কুমার সিংহ, পান্নাশ্রী চৌধুরী, নীলিমা প্রভা দেবী, রামপ্রসাদ চক্রবর্তী, সেলিম খাঁন প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষাক্ষেতেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই সরকারের অনন্য কীর্তি। বছরের শুরুতে শিক্ষার্থীরা হাতে বই পাওয়ায় শিক্ষার প্রতি তাদের আগ্রহ অনেক বেড়ে গেছে। অচিরেই বাংলাদেশ একটি শিক্ষিত জাতি হিসেবে বিশ্ব দরবাওে মাথা উঁচু করে দাড়াবে। অনুষ্ঠান শেষে অতিথিরা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।