বই পড়ার আনন্দ নিয়ে বইটি লেখা : আরিফ

69

বই পড়ে মানুষ নানাভাবে আনন্দ পান। একেক জন একেক ধরনের বই পড়েন। যিনি যে ধরনের বই পড়েন তিনি সে ধরনের বইয়ে আনন্দ খুঁজে পান। বই পড়ার সে আনন্দ নিয়ে লেখক ও কবি আরিফ চৌধুরী এবার মেলায় নিয়ে এসেছেন ‘বই পড়ে আনন্দ’।
আরিফ চৌধুরী বলেন, বই পড়ে আনন্দ-বই পড়া বিষয়ক সংকলন। বইটিতে ৩২টি লেখা আছে। একেকজন মানুষ একেক ধরনের বই পড়ে আনন্দ পান। বই পড়ার সে আনন্দ বইটিতে তুলে ধরা হয়েছে।
শুরু থেকেই প্রায় তিন দশক ধরে কবিতা, প্রবন্ধ, নিবন্ধ, সাহিত্য সমালোচনা ও চলচিত্র বিষয়ক লেখালেখি ও গবেষণায় একলব্য সাধনায় নিয়োজিত আরিফ চৌধুরী। তার কবিতায় রোমান্টিকতা, বেদনাবোধ, আবেগ, স্বপ্নময়তা, চিত্রকল্প নগর জীবনবীক্ষণ, প্রকৃতি ও নিসর্গতা প্রতিফলিত হয়েছে প্রতিনিয়ত আধুনিক কুশলতায়। তার কবিতায় অমিক স্বপ্নলোক, বেদনাবোধ, চিত্রময়তা, সৌন্দর্যবোধ ভাবিত করে নতুন দ্যোতনায়।
চট্টগ্রামের সম্মিলিত বইমেলা নিয়ে দারুণ উৎসাহী এ লেখক। আগামীতে এই বইমেলা আরো ব্যাপকতা পাবে বলে মনে করেন তিনি।
আরিফ চৌধুরী বলেন, চট্টগ্রামের বইমেলার পরিবেশ আগের চেয়ে অনেক ভালো হয়েছে। একই ছাদের নিচে অনেকগুলো প্রকাশনা জমায়েত হয়েছে। বেচাবিক্রিও ভালো হচ্ছে। আগামীতে এই বইমেলা আরো ব্যাপকতা পাবে। এটি চট্টগ্রামের ঐহিত্যের জায়গা দখল করে নিবে।