বইমেলা

57

আলো চাই? লাল আলো সাদা আলো
মনের কালিমা দূর করার আলো?
রঙধনু রঙে আঁকা হাসিমাখা
জীবনের স্বপ্নকে ধরার আলো।

আঁধারের ঝরোকায় খুব ভোরে
সূর্যের কচি-রোদ ঝরার আলো
সুন্দর সত্য ও সৎ আলো
ধ্বংসের বিরুদ্ধে লড়ার আলো।

চাই নাকি? অজানাকে জানা আর
অদেখাকে দেখা আর পড়ার আলো
কুটিলতা জটিলতা দূর করা
নন্দিত দেশ-জাতি গড়ার আলো।

নেই-মায়া সেই মনে ভালোবাসা
আনন্দে বুকটাকে ভরার আলো
মেঘবধ করা রোদ ঝিলমিল
খিল খিল হাসি রাঙা করার আলো।

কবিগুরু নজরুল মাইকেল
জসীমের কবিতা ও ছড়ার আলো
আরো কত ভোর ডাকা পাখিদের
জ্বেলে রাখা বাতিঘর পড়ার আলো।

চাই নাকি-উপরে ওঠার সিঁড়ি
মঙ্গল গ্রহ তারা ধরার আলো
বন্ধ দুয়ার খুলে ছুটে যেতে
পঙ্খিরাজের পিটে চড়ার আলো।

কোথা পাবে? কাঙ্খিত আলো সেই-
আঁধারের খাদগুলো ভরার আলো?
চুপি চুপি বই-মেলা বলে, ‘নাও-
জীবনের স্বপ্নকে ধরার আলো।’