বইমেলা বাঙালির সাংস্কৃতিক চেতনাকে ধারণ করবে

40

বায়ান্নের মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত ফেব্রæয়ারি মাসে প্রতি বছর একুশ মেলা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে সংস্কৃতি চর্চার পীঠস্থান ডি সি হিল পার্কে বসে এই মেলা। একুশ মেলার বইমেলা মননশীলতার উজ্জ্বল বহিঃপ্রকাশ। একুশ ফেব্রæয়ারি স্মরণে ‘একুশ মেলা’ নামকরণ। রাজধানী ঢাকায় বাংলা একাডেমী বইমেলার পর একমাত্র দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেই ভাষা আন্দোলনের স্মৃতিবাহী ফেব্রæয়ারি মাসে নিয়মিত বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। একুশ মেলার কেন্দ্রীয় প্রত্যয় হলো একুশে ফেব্রæয়ারি যা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কোর স্বীকৃিত পেয়ে বৈশ্বিক মর্যাদায় অভিষিক্ত। একুশ আমাদের জাতীয় চেতনার উৎস। জাতির অন্তর্গত প্রেরণা। তারই জাগ্রত শিহরণ একুশ মেলা-হরষিত পুলকে কাঁপা ডি সি হিলের শতবর্ষী শিরীষ বৃক্ষের শাখায় শাখায়। এবার মেলা অনুষ্ঠিত হবে পক্ষকালব্যাপী ১২-২৮ ফেব্রুয়ারি মেলার পরিসরও বাড়ানো হয়েছে। সেই সঙ্গে বর্ণাঢ্য সাজসজ্জা পাল্টে দেবে মেলার আঙ্গিক পরিবেশ। ঢাকা ও চট্টগ্রামের খ্যাতনামা পুস্তক প্রকাশক ও বিপণন সংস্থাসমূহকে সম্পৃক্ত করে একুশ মেলাকে একটি পরিপূর্ণ বইমেলা হিসেবে গড়ে তোলার সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল সকালে নগরীর দামপাড়া পল্টন রোডস্থ, সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরী টাওয়ারে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় মেলা পরিষদের কো-চেয়ারম্যান শওকত আলী সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় মেলা পরিষদের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, এবারের বইমেলা বাঙালির সাংস্কৃতিক চেতনার উৎস ধারণ করে পালিত হবে। এ আয়োজনে চট্টগ্রামের বইপ্রেমী ও সংস্কৃতিসেবীদের অংশগ্রহণের মাধ্যমে জাতীয়ভাবে এ উৎসব আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। সকলের সহযোগে ২৮ তম বইমেলা সফল হবে। এ নিশ্চিত বিশ্বাস পোষণ করি। প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন মেলা পরিষদের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, এড. সুনীল সরকার, শফর আলী, শেখ মাহমুদ ইছহাক, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, লেখক ও সাংবাদিক প্রদীপ খাস্তগীর, শফিকুল হাসান, প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রকৌশলী পুলক কান্তি বড়–য়া, আবিদা আজাদ, যুগ্ম মহাসচিব ইকবাল চৌধুরী, মাস্টার কামাল উদ্দিন চৌধুরী, অলিদ চৌধুরী, সুমন দেবনাথ, লিটন রায় চৌধুরী, এস এম মামুনুর রশিদ, বই প্রকাশনা সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিনিধিবৃন্দ-কথা বিচিত্রা, সাহিত্য বিচিত্রা, বুক কালেকশন, জ্ঞান ভান্ডার, লাবণ্য প্রকাশনী, জ্ঞান বিকাশ, বুক প্যারেডাইস, বুক হেভেন, শিশু শক্তি প্রকাশনী, মা পাবলিকেশনস, স্টুন্ডেন্ট ওয়েজ, মনিষা বুক স্টল, শাহ আমানত বুক স্টল। আরো উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী কাজল দত্ত, নজরুল ইসলাম মোস্তাফিজ, লায়ন দিদারুল আলম, আবু সুফিয়ান, জাহেদুর রহমান সোহেল, ইয়াছির আরাফাত, হানিফুল ইসলাম, এনাম উদ্দিন, হাবিবুর রহমান, সায়মন শাহাদাত, মুজিবুর রহমান প্রমুখ। খবর বিজ্ঞপ্তির