ফ্লেমিংগো-দৃষ্টি বিতর্ক কর্মশালা

37

নতুন বছরের শনিবার সকালটা ছিলো ক্ষুদে বিতার্কিকদের দিন। ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮৭জন শিক্ষার্থী যুক্তির আলোকে নিজেদের গড়ে তুলতে এ দিন সমবেত হয়েছিল সার্কিট হাউজ মিলনায়তনে। দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠিত ফ্লেমিংগো-দৃষ্টি ইংরেজি বিতর্ক কর্মশালায় প্রশিক্ষণ দেন টেন মিনিট স্কুলের প্রধান প্রশিক্ষক সাকিব বিন রশিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক মেঘ মলার বসু।
কর্মশালা শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এস এম আবু তৈয়ব। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ফ্লেমিংগো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর জেনারেল ম্যানেজার সাইমন মাহমুদ সিদ্দিকী। বক্তব্য দেন দৃষ্টির সহ সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন মুন্না, সম্পাদকমÐলীর সদস্য তাফহিম হিমেল, সহ সম্পাদক মুন্না মজুমদার, রিদোয়ান আলম আদনান, সালমা আক্তার নিশাত এবং প্রতিযোগিতার যুগ্ম সমন্বয়কারী ফয়সাল রহমান।
এস এম আবু তৈয়ব বলেন, যারা সফল মানুষ তারা অনেক বেশি শুনে, তাই তারা অনেক বেশি জানে। বিতর্কে অন্যের কথা শুনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ শুনার মাধ্যমে অন্যজন কি যুক্তি দিচ্ছে তা বুঝা যায় এবং নিজের যুক্তিকে আরো বেশি শাণিত করা যায়। একজন নেতার বড় গুণ হচ্ছে, অন্যের মতামতকে প্রাধান্য দিয়ে নিজের সিদ্ধান্ত গ্রহণ করা।
সাইমন মাহমুদ সিদ্দিকী বলেন, মাদকের গ্রাস থেকে তরুণ সমাজকে দূরে রাখতে বিতর্কসহ নানাবিধ সামাজিক ও সাংস্কৃতিক কাজে তরুণদের যত বেশি সম্পৃক্ত করা যাবে তত বেশি সমাজ উপকৃত হবে। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল বলেন, গত ২৬ বছর ধরে সমাজকে যুক্তিবাদী করতে দৃষ্টি চট্টগ্রাম বিতর্কসহ অন্যান্য সহশিক্ষামূলক কাজ করে যাচ্ছে। খবর বিজ্ঞপ্তির