ফ্রেঞ্চ ওপেন জেতার আশা করেন না ফেদেরার!

26

আজ শুরু হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। রোলা গারোঁর লাল দুর্গে খেলবেন ২০ বারের রেকর্ড গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেদেরার। যদিও এবারের আসরে খেলতে নামছেন ২০১৫ সালের পর। প্রায় বুড়িয়ে যাওয়া এই কিংবদন্তি মনে করেন এবারের আসরে তার গ্র্যান্ড স্লাম জেতার সম্ভাবনা একেবারেই ক্ষীণ! ২০১৬ সালে ইনজুরির কারণে ফ্রেঞ্চ ওপেন মিস করেছিলেন। পরের দুই ক্লে কোর্ট মৌসুমেও ছিলেন বাইরে, তবে লক্ষ্য করেছিলেন উইম্বলডনকে। পড়তি ফর্মে একবার গুঞ্জনই উঠে গিয়েছিলো বুড়িয়ে যাওয়া ফেদেরার হয়তো এখানেই শেষ। অবশেষে ২০১৭ সালে ৫ বছরের গ্র্যান্ড স্লাম খরা কাটান অস্ট্রেলিয়ান ওপেন জিতে। তাই ফ্রেঞ্চ ওপেনে বিরতি দিয়ে ফিরলেও টাইটেল জেতার সম্ভাবনাকে বন্দী রাখলেন যদি-কিন্তুর অন্তরালে, ‘আসলে আমি জানি না এবারের টুর্নামেন্টে জিততে পারবো কিনা। আমার জন্য তা প্রশ্ন আকারেই সামনে এসে দাঁড়িয়েছে। তবে ২০১৭ সালে যেমন বোধ করেছিলাম তেমন মনে হচ্ছে এবার।’ বয়স ৩৭ হয়ে যাওয়ায় ফেদেরার নিজেই মনে করেন খুব একটা টেনিস অবশিষ্ট নেই তার র‌্যাকেটে। এমন ভাবনার কারণ, ‘আমার মনে হয় ভালো টেনিস খেলছি। তবে শীর্ষ পর্যায়ের টেনিস খেলোয়াড়দের যখন নাকি কাবু করার সময় হবে, আমার মনে হয় এর জন্য তা যথেষ্ট নয়। মনে হয় না আমার র‌্যাকেটে তা অবশিষ্ট আছে।’