ফ্রান্সে সন্দেহভাজন ছুরি হামলায় নিহত ১, আহত ৯

26

ফ্রান্সের লিঁওর কাছে ভিলোগবান শহরে এক হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত ও আরও অন্তত ৯ জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুরের এ হামলায় ছুরি ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ পুলিশের, বার্তা সংস্থা রয়টার্সকে পুলিশের একটি সূত্র এমন কথা জানিয়েছে। ছুরি বহনকারী সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি। ওই ব্যক্তি নিজেকে আফগানিস্তানের নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন বলে পুলিশ সংশ্লিষ্ট দ্বিতীয় আরেকটি সূত্র জানিয়েছে। প্রায় ১৪৩০ জিএমটিতে হওয়া এ হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি বলে পুলিশের সূত্রটি জানিয়েছে। হামলার সঙ্গে জড়িত দ্বিতীয় আরেক সন্দেহভাজনকেও কর্তৃপক্ষ খুঁজছে বলে সূত্রটি জানিয়েছে। কিন্তু অভিযানটি পরে আর চালানো হয়নি বলে দ্বিতীয় সূত্রটি জানিয়েছে। হামলায় নিহত ব্যক্তির বয়স ১৯ বছর বলে জানিয়েছে দ্বিতীয় সূত্র।
সন্দেহভাজন ওই হামলাকারী একটি বাসস্টপে অপেক্ষারত মানুষজনেও ওপর হামলার চালানোর পর ভূগর্ভস্থ একটি স্টেশনের দিকে দৌঁড় দিলে স্থানীয় অন্যান্য লোকজন ও পরিবহন কর্মীরা তাকে আটক করে বলে জানিয়েছেন লিঁওর মেয়র লিঁও জেহা কুলুম।