ফের স্বাধীনতা পেল সৌদি নারীরা

29

স্বাধীনতার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল সৌদি আরবের নারীরা। পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে এখন থেকে পুরুষ অভিভাবকের অনুমতির প্রয়োজন হবে না দেশটির নারীদের। সাধারণ পুরুষের মতো বেড়াতে যেতে পারবেন। দেশটির রাজপরিবারের বরাত দিয়ে এই খবর দিয়েছে বিবিসি। কট্টর মুসলিম দেশ হিসেবে পরিচিত সৌদি আরবের নারীরা এতদিন পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া পাসপোর্ট পেতেন না। একা একা ঘুরতেও পারতেন না। ঘোষণা করা এই নিয়মে ২১ বছর কিংবা তার বেশি বয়সী নারীদের পাসপোর্ট আবেদনের জন্য কোনো পুরুষ অভিভাবকের অনুমতি লাগবে না।
শুধু তাই নয়, প্রাপ্তবয়স্ক সব নারীই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এই নিয়মের সঙ্গে নারীদের জন্য সন্তানের জন্মনিবন্ধনের অধিকার চালু হয়েছে। এখন থেকে বিয়ের পাশাপাশি বিচ্ছেদের বিষয়টি তারা নিবন্ধন করতে পারবেন। কর্মক্ষেত্রে নারীদের এগিয়ে নেওয়ার জন্য সমতার কথা বলা হয়েছে। নতুন নিয়মে নারী-পুরুষ নির্বিশেষে সব মানুষ সমানভাবে কাজের সুযোগ পাবেন। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান কয়েক বছর ধরে এই অবস্থায় পরিবর্তন আনার চেষ্টা করছেন। নারীদের অংশগ্রহণ বাড়িয়ে ২০৩০ সাল নাগাদ দেশের অর্থনীতি আরও চাঙা করতে চাইছেন তিনি।