ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশকে এনসিসি ব্যাংকের অনুদান

133

এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনিসটিটিউট, ফেনীকে ২০,৩০,০০০ টাকা প্রদান করেছে। হসপিটালের লিফট ক্রয়ের সহায়তা বাবদ এ অর্থ প্রদান করা হয়। এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনিসটিটিউট, ফেনী এর কার্যকরী কাউন্সিলের সভাপতি আবদুস সাত্তার ও সাধারণ সম্পাদক মীর হোসেন মীরুর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির ও মো. হাবিবুর রহমান, এসইভিপি ও হেড অব অপারেশন্স মুহাম্মদ এইচ.কাফী এবং ইভিপি ও কোম্পানি সচিব মো. মনিরুল আলমসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
এনসিসি ব্যাংক এর চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম এই উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, এনসিসি ব্যাংক শুধু মুনাফা অর্জনের জন্যই ব্যবসা করেনা বরং সামাজিক দায়বদ্ধতায় কাজ করে যাচ্ছে। এরই প্রেক্ষিতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনিসটিটিউট, ফেনীকে অনুদানের অর্থ প্রদান করা হয়েছে। তিনি শিক্ষা, চিকিৎসা ও সামাজিক উন্নয়নে ব্যাংকের বিভিন্ন কর্মসূচীর কথা উল্লেখ করে বলেন, এনসিসি ব্যাংকের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি