ফুলেল শ্রদ্ধায় নিহতদের স্মরণ

36

ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের ফুলের শ্রদ্ধায় স্মরণ করছে নিউজিল্যান্ডবাসী। শনিবার সকালে ক্রাইস্টচার্চ পার্কে জড়ো হয়ে শত শত মানুষ ফুল দিয়ে নিহতদের শ্রদ্ধা জানান। শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও এতে অংশ নেন। ফুল দিতে আসা মানুষ তাদের দেশের ইতিহাসের বর্বরোচিত এই হামলার তীব্র নিন্দা জানান। একইসঙ্গে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা জানান, সন্ত্রাস ও সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। যারা এমন কাজ করেছেন তারা কাপুরুষ, তারা মানবতার শত্রু, সব ধর্মের শত্রু। শুক্রবার জুমার নামাজের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নির্বিচারে গুলি চালিয়ে ৪৯ জনকে হত্যা করেন ট্যারেন্ট নামে এক অস্ট্রেলিয়ান। আহত হন আরও ৪৮ জন। সেখানে হত্যাযজ্ঞ চালিয়ে হামলাকারী গাড়ি চালিয়ে মাইল তিনেক দূরের লিনউড মসজিদে যায় এবং একই কায়দায় গুলি শুরু করে।