ফুটবল রেফারী সমিতির সভা

44

চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের নির্বাহী কমিটির ৩য় সভা সিটি মেয়র ও এসোসিয়েশনের সভাপতি আ.জ.ম নাছির উদ্দীনের সভাপতিত্বে গত ০৫ মে সন্ধ্যায় এসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এস এম শহিদুল ইসলাম , জনাব মো. মনজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরন, যুগ্ম-সম্পাদক হেলাল উদ্দিন , কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক দীপাশ মুৎসুদ্দী, সদস্য প্রনব দেব দাশ, বিশ^জিৎ সাহা, আব্দুস শুক্কুর রানা, শরিফুজ্জামান খান টিপু, গিয়াস উদ্দিন বাবর, মো. সামশুদ্দোহা রোকন, হাজী তৈয়ব আলী, প্রকাশ বড়য়া।
সভায় বিগত সভার কার্য বিবরনী অনুমোদন, শৃঙ্খলা উপ-কমিটির সুপারিশ অনুযায়ী ১ম শ্রেণীর রেফারী মো. সাইফুল আজম কে ৪০০০/-টাকা জরিমানাসহ ৫ বছর বহিষ্কার, মো. সাজ্জাদ হোসেন ও সজল মিয়া কে ১০০০/-টাকা জরিমানাসহ ৩ মাস বহিষ্কার এবং শাহারিয়ার কবির সরকার ও মো. শাহজালালকে সতর্ক করার সিদ্ধান্ত গ্রহন গ্রহন করা হয়। মো. সামশুদ্দোহা রোকন কে আহবায়ক করে বার্ষিক ইফতার মাহাফিল আগামী ১০ মে ২০১৯ তারিখ সিজেকেএস কনভেনশন হলে আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় ফরটিজ গ্রæপের সৌজন্যে অফিশিয়াল টি-শার্ট উম্মোচন এবং নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরন। বিজ্ঞপ্তি