‘ফুটবল এক বিশাল পাপেট শো’

76

জন্মটা তার নেদারল্যান্ডসেই। বয়সভিত্তিক ফুটবলে খেলেছেন ডাচদের জার্সিতে। তবে আন্তর্জাতিক অঙ্গনে এসে হাকিম জিয়াচ বেছে নেন মরক্কোকে। এই মরোক্কোয়ান অ্যাটাকিং মিডফিল্ডার মনে করেন, ফুটবলে এখন অনেক মেকি ব্যক্তিত্ব ঘুরাফেরা করছে।
আয়াক্স তারকা জিয়াচ জানিয়েছেন, ফুটবলে তিনি অনেককে বিশ্বাস করতে পারেন না। কারণ ‘ফুটবল এক বিশাল পাপেট শো’ হয়ে ওঠছে দিনদিন।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। যার সঙ্গে জড়িয়ে আছে রাজনীতি-অর্থনীতি-জাতীয়বাদ-সহ নানান বিষয়। খারাপ শোনালেও এটাই সত্যি যে, বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ ব্যবসাটাই হচ্ছে ফুটবল।
চলতি চ্যাম্পিয়নস লিগে আয়াক্সকে দ্বিতীয় রাউন্ডে তুলতে না পারলেও এর আগের মৌসুমে অসাধারণ খেলেছিলেন জিয়াচ। দলকে নিয়ে গিয়েছিলেন সেমিফাইনালে। সেবার চ্যাম্পিয়নস লিগের সেরা ২০ ফুটবলারদের তালিকাতেও ছিলেন তিনি।
অনেকদিন ধরে জিয়াচকে দলে নিতে চাইছে পিএসজি, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও টটেনহামের মতো বিশ্বের ধনী ক্লাবগুলো।