ফুটবলার হুমায়ুন কবিরের মৃত্যুতে ডেরিক র‌্যান্ডলফের শোক

26

পূর্ব পাকিস্তান জাতীয় দল ও রেলওয়ে টিমের সাবেক ফুটবলার হুমায়ুন কবির (৮৬) গত ২৭ নভেম্বর মারা গেছেন (ইন্না লিল্লাহে……. রাজেউন)। নিজ বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি সিন্দুরিপাড়াস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয়-গুণগ্রাহী রেখে গেছেন। পঞ্চাশ ও ষাটের দশকে তিনি ঈস্ট পাকিস্তান রেলওয়ে, জিমখানা, ঢাকা মোহামেডান, চট্টগ্রাম মোহামেডানসহ বিভিন্ন টিমে দাপটের সাথে খেলেছেন। ৫৭/৫৮ সালে তিনি পাকিস্তান জাতীয় দলেও সুযোগ পেয়েছিলেন। পরবর্তীতে তিনি রেলওয়ে ফুটবল দলের ম্যানেজারের দায়িত্বও পালন করেন। তাঁর মৃত্যুতে রেলওয়ের সাবেক কৃতি ফুটবলার, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) জেষ্ঠ কাউন্সিলর ডেরিক র‌্যান্ডলফ গভীর শোক প্রকাশ এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি