ফুটবলার মসিহ সালামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

149

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক ও দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠীর স্টেডিয়াম প্রতিনিধি সাবেক জাতীয় ফুটবলার মসিহ সালামের আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচি হাতে নেয়া হয়েছে এবং মসিহ সালামের রুহের মাগফেরাত কামনায় সকলের প্রতি দোয়া কামনা করা হয়েছে।
মসিহ ১৯৭৯ সালে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর হয়ে চট্টগ্রাম ২য় বিভাগে খেলা শুরু করেন। ৮১ সালে দলটি চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগে ওঠে। এরপর চট্টগ্রাম আবাহনী ও ঢাকা আবাহনী ছাড়াও ফকিরাপুল, ভিক্টোরিয়া ক্লাবে খেলার পর ১৯৮৭ সালে জাতীয় দলে খেলেন বাংলাদেশ সবুজ দলের হয়ে। চট্টগ্রাম আবাহনীতে ৭/৮ বছর খেলার পর কাস্টমস ক্লাবে খেলাকালীন অবসরে যান। এরপরও অনুশীলন করতেন ৪০ উর্দ্ধ সোনালী অতীত ক্লাবে। তিনি ঐ ক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ছিলেন এবং ঐ ক্লাবেরই একটি খেলায় অংশ নিতে গিয়ে ২০১৬ সালের আজকের দিনে চিটাগাং ক্লাবের মাঠেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিজ্ঞপ্তি