ফুটপাতে ফুল বিক্রি তিন দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা

33

ফুটপাত দখল করে ফুল বিক্রি করায় ৩ দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সিটি ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।
গতকাল সকালে অভিযানকালে নগরীর মোমিন রোডের ফুটপাত অবৈধভাবে দখল করে ফুল ও বিভিন্ন পণ্যসামগ্রীর করে রেখে জনদুর্ভোগ সৃষ্টি করে কয়েকটি ফুলের দোকান। এ সময় রীমা ফুলের দোকানকে ৫ হাজার, পুষ্প বিতানকে ৫ হাজার ও ফ্লাওয়ার কর্নারকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে সিটি কর্পোশেনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা করেন।