ফুটন্ত ফুল’র বস্ত্র বিতরণ

60

রাজনীতিবিদ ও সমাজসেবক এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম বলেছেন, রমজান মানুষের অভ্যন্তরীন যাবতীয় অহংকার ও কুপ্রবৃত্তিকে জালিয়ে পুড়িয়ে ভষ্মিভূত করে দেয়। রোজা পালনের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে তাকওয়া, খোদাভীতি ও আল্লাহ প্রেম জাগ্রত হয় এ রমজান মানুষকে সত্য, সুন্দর তথা সাফল্য ও মুক্তির দ্বারপ্রান্তে নিয়ে যায়। এ রমজান এমন একটি মাস যা থেকে শুধু মুসলিম সম্প্রদায়ই নয়, বরং জাতি-ধর্ম নির্বিশেষে সকলেই এ রমজানের বেনিফিসিয়ারী। একজন মানুষকে স্খলনমুক্ত করে নৈতিকভাবে সমৃদ্ধ করার ক্ষেত্রে এ রমজান গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। উপরন্তু জাতীয় জীবনে মানবিক মূল্যবোধের এক সমাজ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে। জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুটন্ত ফুল ডবলমুনিং জোন এর উদ্যোগে সম্প্রতি আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্কস্থ রেস্টুরেন্টে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুটন্ত ফুল ডবলমুরিং জোন এর সভাপতি জিসান উল্লাহ পিয়াল এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আবদুর রহিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈছাপুরী দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ এরশাদ উল্লাহ সোলায়মান, ইসলামিক ফাউন্ডেশন ডবলমুরিং থানার পরিদর্শক মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বি এফ শাহিন কলেজের ইংরেজী প্রভাষক মোহাম্মদ মোরশেদুল আলম। ফুটন্ত ফুল ডবলমুরিং জোন এর উপ-পরিচালক মোহাম্মদ ইসতাকুর আনোয়ার চৌধুরী রাহিব এর উপস্থিাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ছাত্রনেতা আবু রেহান মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ মাসুদুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম রুবেল, মঈনুল ইসলাম, রবিউল হোসেন, মিজানুর রহমান, মিনহাজ উদ্দীন, ইরফান উদ্দীন ও আশিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি