ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার জাতিসংঘ মহাসচিবের

71

জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেজ বলেছেন, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিরসনে ১৯৬৭ সালের প্রস্তাব অনুসারে দুই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার সংস্থা প্রতিশ্রæতিবদ্ধ। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে দ্য নিউ আরব-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত শতাব্দির সেরা চুক্তি নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার মধ্যে এই প্রতিশ্রæতির কথা জানালেন মহাসচিব।ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনি রাষ্ট্রকে সার্বভৌমত্ব দেওয়া হয়নি। এমনকি প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের কোনও সেনাবাহিনী ও সীমান্তে নিয়ন্ত্রণ থাকবে না।
যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনায় জাতিসংঘের অবস্থান কী জানতে চাইলে মহাসচিব জানান, জাতিসংঘ আন্তর্জাতিক আইন মেনে চলবে। তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে সাধারণ পরিষদের রেজুলেশন ও সংশ্লিষ্ট আইন মেনে চলবে জাতিসংঘ। গুতেরেজ আরও বলেন, আমাদের বার্তা স্পষ্ট, যে কোনও পরিকল্পনা জাতিসংঘ ও সাধারণ পরিষদের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট সব পক্ষের সম্মতিতে হতে হবে। আমরা কী বিশ্বাস করি ও ঊর্ধ্বে তুলে ধরি তা স্পষ্ট। আমাদের অবস্থানের পরিবর্তন হয়নি। ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় ফিলিস্তিনের ঐতিহাসিক জেরুজালেম শহরকে ইসরায়েলি ভূখন্ড হিসেবে দেখানো হয়েছে। কেন্দ্রীয় শহর জেরুজালেমের বাইরের আবু দিস নামের একটি ছোট গ্রামকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে প্রস্তাব করা হয়েছে। ওই পরিকল্পনায় জর্ডান নদীর পশ্চিম তীরের অংশবিশেষ ও গাজা উপত্যকা নিয়ে নামমাত্র একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।