ফিলিপিন্সে ভূমিকম্পে নিহত ২

47

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাওয়ের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছে। মঙ্গলবারের এ ভূমিকম্পে ওই এলাকার ভবনগুলো কেঁপে উঠে ও আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি, দপ্তর ও স্কুল ছেড়ে রাস্তায় বের হয়ে আসে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফিলিপিন্স ইনিস্টিটিউট অব ভলকানোলজি এন্ড সিসমোলজি (ফিভোলক্স) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৪ মিনিটে কোটাবাটোর টুলুনান থেকে ২৬ কিলোমিটার উত্তরপূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। এতে ২ জন নিহত হয়েছে। ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদরিগো দুর্তার্তের নিজ শহর জনবহুল দাভাও সিটিসহ নিকটবর্তী প্রদেশ ও শহরগুলোতেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ডিজেডএমএম রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের সময় দাভাওয়ের বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারগুলো দোল খেয়েছে এবং লোকজন খোলা জায়গায় যেয়ে জড়ো হয়েছে, এ সময় আতঙ্কে কয়েকজন মূর্ছিত হয়ে পড়েন। ভূমিকম্পের পর স্কুলগুলোতে ছুটি দিয়ে দেওয়া হয়।
ভূমিকম্পের কারণে জেনারেল সান্তোস শহরে বিদ্যুৎ চলে যায় বলে এএনসি নিউজ চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে। ইউরোপিয়ান- মেডিটেরিয়ান সিসমোলোজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের প্রাথমিক প্রতিবেদনে ভূমিকম্পটি ৬ দশমিক ৭ মাত্রার বলে জানিয়েছিল। ভূতাত্তি¡ভাবে অতি সক্রিয় প্যাসিফিক রিং অব ফায়ারের (প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা) ওপর অবস্থিত ফিলিপিন্সে প্রায়ই ভূমিকম্প হয়।