ফিলিপাইনে সাংবাদিক গ্রেফতার

27

ফিলিপাইনে সরকার সমালোচক নিউজ ওয়েবসাইট র‌্যাপলার এর প্রধান নির্বাহী মারিয়া রেসাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ম্যানিলায় নিজ প্রতিষ্ঠানের সদর দফতর থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে তার বিরুদ্ধে কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগ আনা হলেও সর্বশেষ অনলাইন মাধ্যমে মানহানির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে মারিয়া রেসা বলেছেন, তার প্রতিষ্ঠানকে চুপ করিয়ে দিতে রদ্রিগো দুত্যার্তে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। সাত বছর আগে এক প্রতিবেদনের সূত্র ধরে রেসার বিরুদ্ধে সর্বশেষ অভিযোগ আনা হয়েছে। ওই প্রতিবেদনে ফিলিপাইনের শীর্ষ আদালতের সাবেক এক বিচারকের সঙ্গে এক ব্যবসায়ীর অবৈধ যোগাযোগের অভিযোগ তোলা হয়েছিল।

ওই প্রতিবেদন প্রকাশের চার মাসের মাথায় ২০১২ সালের সেপ্টেম্বর মাসে ফিলিপাইনে কার্যকর করা হয় ‘সাইবার- লাইবেল’ আইন। বিতর্কিত এই আইনে ২০১৭ সালে প্রথমবারের মতো রেসার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে আইন অনুযায়ী এক বছর সময়সীমার মধ্যে অভিযোগ দায়ের না হওয়ায় প্রাথমিকভাবে তা বাতিল করে দেয় এনবিআই। পরে ২০১৮ সালের মার্চ মাসে পুনরায় এই মামলার তদন্ত শুরু হয়।