ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

16

ফিফা ফুটবল র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। ফিফা প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশ পাঁচ ধাপ উন্নতি করেছে। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৮৩ নম্বরে। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৮। রেটিং পয়েন্ট ৯০৯ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯২২।
১১ জুন বিশ্বকাপ ফুটবলের প্রাক-বাছাইয়ে লাওসের বিপক্ষে ম্যাচ ড্র করে বাংলাদেশ। দুই লেগ মিলে ১-০ গোলে জয় পাওয়ায় জায়গা করে নেয় কাতার বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের চূড়ান্ত পর্বে। এর আগে কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলের জয় পায় জেমি ডে’র শিষ্যরা। ফলে টানা তিনটি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত লাল-সবুজের দলটি। যার ফলে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের।
দেশের মৃত প্রায় ফুটবলকে আবারও জাগিয়ে তুলেছে জামাল ভূইয়ার দল। তবে এই ধারা অব্যাহত রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য।