ফিফা বর্ষসেরা শেষ তিনে মেসি-রোনালদো-ডিক

31

বর্ষসেরা খেলোয়াড়ের তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করল ফিফা। অনুমিতভাবেই সংক্ষিপ্ত এই তালিকায় রয়েছেন বর্তমান সময়ে দুই সেরা তারকা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমবারের মত তিনজনের তালিকায় জায়গা পেলেন লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডিক।
২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জেতা ইংলিশ ক্লাব লিভারপুলের তিন খেলোয়াড় (সাদিও মানে, মোহাম্মদ সালাহ ও ভার্জিল ফন ডিক) জায়গা পেয়েছিলেন সেরা দশের তালিকায়। বাকি দুজন সতীর্থকে পেছনে ফেলে সংক্ষিপ্ত তিনজনের তালিকায় জায়গা করে নিলেন ডিক।
ক’দিন আগেই উয়েফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই ডাচ ফুটবলার। ২০১৮-২০১৯ মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে অসাধারণ পারফর্ম করায় এই পুরস্কার পান তিনি। মেসি ও রোনালদোর মৌসুমটাও দারুণ কেটেছে। স¤প্রতি মেসি-রোনালদোকে পেছনে ফেলে উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন ফন ডিক। এবারও ডিকের উপস্থিতি মেসি-রোনালদোর জন্য হুমকিস্বরূপ। এক দশকের বৃত্ত ভেদ করে গত বছর মেসি ও রোনালদোকে পেছনে ফেলে প্রথমবারের মত ব্যালন ডি’অর খেতাবটি নিজের ঝুলিতে ভরেছিলেন ক্রোয়েশিয়ার তারকা লুকা মদরিচ।