ফারহানা পারভীন প্রীতির স্মরণসন্ধ্যা কাল শিল্পকলায়

74

গ্রূপ থিয়েটার নাট্যাধারের সদস্যা প্রয়াত সংস্কৃতি কর্মী ফারহানা পারভীন প্রীতির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে স্মরণসন্ধ্যার আয়োজন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগ প্রাক্তনীর উদ্যোগে এই স্মরণসন্ধ্যা অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রয়াত নাট্যজন ফারহানা পারভীন প্রীতির সকল শুভানুধ্যায়ীদের অংশ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন চবি নাট্যকলা বিভাগের প্রাক্তনীর সদস্য সচিব মোস্তফা কামাল যাত্রা। নিভৃতচারী নাট্যজন প্রয়াত ফারহানা পারভীন প্রীতি জীবদ্দশায় বিদ্যায়তনীক নাট্য শিক্ষার পাশাপাশি চবি নাট্যদল, মঞ্চ মুকুটি নাট্য সম্প্রদায়, থিয়াট্রণ রেপার্টরী, সমীকরণ থিয়েটার, নাট্যাধার এবং ইউনাইট থিয়েটার ফর সোস্যাল অ্যাকশন (উৎস) এর সাথে যুক্ত থেকে চট্টগ্রামের নাট্যাঙ্গনকে করেছেন সমৃদ্ধ। বেশ কিছু মঞ্চ নাটকে অভিনয়, নেপথ্যেকর্ম ও নির্দেশনার কাজও করেছিলেন প্রীতি। তার মধ্যে উল্লেখযোগ্য প্রযোজনাসমূহ হলো-সম্ভূ মিত্র রচিত ও সুচরিত দাস খোকন নির্দেশিত ‘পুতুল খেলা’, আমিনুর রহমান মুকুল রচিত ও মোসলেম উদ্দিন সিকদার নির্দেশিত ‘মলকা বানু’, কালীদাস রচিত ও ওহিদুল আজম টিপু নির্দেশিত ‘অভিজ্ঞান সকুন্তলম’, ভাস রচিত ও মোস্তফা কামাল যাত্রা নির্দেশিত ‘মৃচ্ছকটিক’, খন্দকার মুর্তাজা আলী রচিত ও মোস্তফা কামাল যাত্রা নির্দেশিত ‘কবিয়াল রমেশ শীল’ ইত্যাদি। হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ৩ জানুয়ারি ভোরে মৃত্যুবরণ করেন ফারহানা পারভীন প্রীতি। বিজ্ঞপ্তি