ফাইনালের আগে সৌম্যদের বড় হার

14

আজ শ্রীলঙ্কার বিপক্ষে অনূর্ধ্ব-২৩ পুরুষ দলের বিপক্ষে স্বর্ণ জয়ের মিশনে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
তার আগে গতকাল বড়সড় এক ধাক্কাই খেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে ভুটান, মালদ্বীপ ও নেপালের বিপক্ষে সহজ জয় পাওয়ার পর প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ফাইনালের প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ। ব্যাটিং-বোলিং উভয় বিভাগের ব্যর্থতায় ম্যাচ হেরেছে ৯ উইকেটের বড় ব্যবধানে।
তবে এত বড় পরাজয়ের পরেও খুব একটা চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অবশ্য শ্রীলঙ্কার কাছে হারা এ ম্যাচটিতে ছিলেন না শান্ত নিজে, অধিনায়কত্ব করেছেন সাইফ হাসান। এছাড়া ফর্মে থাকা সৌম্য সরকারকেও বিশ্রাম দেয়া হয়েছিল ম্যাচে। টানা খেলার ধকল সামাল দিতেই শান্ত, সৌম্য ও হাসান মাহমুদকে একাদশের বাইরে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছে বাংলাদেশ। তাই এ ম্যাচের ফলাফল নিয়ে ভাবছে না বাংলাদেশ দল। বরং নিচের সারির ব্যাটসম্যানরা ব্যাটিংয়ের সুযোগ পাওয়াতেই খুশি অধিনায়ক শান্ত।