ফরিদ উদ্দিন আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

63

আনোয়ারার বটতলী শাহ্ মোহছেন আউলিয়া (রহ.) এয়াকুবিয়া দাখিল মাদরাসার উদ্যোগে বটতলী শাহ্ মোহছেন আউলিয়া (রহ.) এয়াকুবিয়া দাখিল মাদরাসা, বটতলী শাহ্ মোহছেন আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি, মাদরাসার আজীবন দাতা সদস্য মরহুম ফরিদ উদ্দিন আহমদ চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১৪ জানুয়ারি খতমে কোরআন, দোয়া মাহফিল, কবর জেয়ারত ও স্মরণসভা ছালেহ আহমদ চৌধুরী হলরুমে অনুষ্ঠিত হয়।
মরহুমের দৌহিত্রী হাফেজ রিত্তাজ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান আলোচক ছিলেন মাদরাসা পরিচালানা পরিষদের সভাপতি এডভোকেট সালাহউ্িদ্দন আহমদ চৌধুরী লিপু। মাদরাসা সুপার মাওলানা মো. হাশেমুর রশিদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা মুসলিম উদ্দিনের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের দাতা সদস্য নিজাম উদ্দিন আহমদ চৌধুরী (আজাদ), শিক্ষানুরাগী সদস্য অধ্যাপক ইমতিয়াজ উদ্দিন আহমদ চৌধুরী (জুয়েল), বটতলী শাহ্ মোহছেন আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আল্লামা ইকবাল একাডেমির পরিচালক ডিআইএম জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন মরহুমের পুত্র মেজবাহ উদ্দিন আহমদ চৌধুরী (সোহেল), মেহবুব উদ্দিন আহমদ চৌধুরী (রাসেল), সিনিয়র শিক্ষক মো. হেফজুর রহমান।
উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালানা পরিষদের অভিভাবক সদস্য মো. তৈয়ব, সিরাজুল ইসলাম, আবদল গফুর, হাবিবুর রহমান, সহ সুপার মাওলানা মো. ইলিয়াস, শিক্ষক প্রতিনিধি মো. আজম উদ্দিন নুরী, মো. বদিউল আলম চৌধুরী, মো. ওমর ফারুক বাবু, মাওলানা মো. ওসমান গণি, মাওলানা খুরশীদ আহমদ, মাওলানা মো. বাহারুল ইসলাম, শিক্ষিকা জেসমিন আক্তার, শাহিদা বেগম ও মিসকাতুন নেছা প্রমুখ। সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মো. নেছার আহমদ হাবিবী। বিজ্ঞপ্তি