ফরাসি লিগে প্রথম মহিলা রেফারি

35

ফ্রান্সের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা লিগ ওয়ান। পুরুষ ফুটবলের এই প্রতিযোগিতায় প্রথমবার কোনও মহিলাকে দেখা যাবে ম্যাচ রেফারির ভূমিকায়। রবিবার ফরাসি লিগের নতুন এই ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে ফুটবল বিশ্ব। ফ্রান্সের সর্বোচ্চ পর্যায়ের এই প্রতিযোগিতায় প্রথম মহিলা রেফারি হিসেবে দায়িত্ব সামলাবেন স্তেফানি ফ্রাপার্ত। ২০১৪ সাল থেকে ‘লিগ টু’-এর রেফারি হিসেবে কাজ করা ফ্রাপার্তকে ‘প্রোমোশন’ দিয়ে সর্বোচ্চ পর্যায়ে সুযোগ দিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। রবিবার অ্যামিওঁ ও স্ত্রাসবুর্গের ম্যাচে লিগ ওয়ান ইতিহাসের প্রথম মহিলা রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করবেন তিনি।