ফতেয়াবাদ রামঠাকুর সেবাশ্রমে সভা অনুষ্ঠিত

69

হাটহাজারী উপজেলার ফতেয়াবাদে ঐতিহ্যবাহী শ্রীশ্রী রামঠাকুর সেবাশ্রম কার্যকরী পরিষদের সভা গত ২১ ডিসেম্বর সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রামঠাকুর সেবাশ্রমের সভাপতি প্রকৌশলী চন্দন দাশ। সভায় আগামী ১, ২ ও ৩ ফেব্রুয়ারী সেবাশ্রমের ১৬তম বার্ষিক উৎসব, শ্রীমন্দির ও নাট মন্দিরের নির্মাণ কাজ চলমান রাখার ব্যবস্থা, স্বেচ্ছাসেবক টীম গঠন করার লক্ষ্যে আগামী ১৮ জানুয়ারী ‘স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মশালার’ আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া বার্ষিক উৎসব উপলক্ষে শ্রীশ্রী ঠাকুরের দুর্লভ চিত্রপট প্রদর্শনী, জীবন্ত পিতৃ-মাতৃ পূজা, জপধ্যান, সংগীতানুষ্ঠান, মহতী ধর্মসভা, কৈবল্যধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায় কর্তৃক শ্রীনাম শোনানো ও অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞের কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়। বক্তব্য রাখেন সেবাশ্রমের সহ-সভাপতি ও চবি’র সহকারি অধ্যাপক রীতা রাণী ধর, সহ-সভাপতি প্রকৌশলী রামেশ্বর চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. দুলাল কৃষ্ণ শীল, অর্থ সম্পাদক অজিত কান্তি ধর, দপ্তর সম্পাদক প্রদ্যুত কান্তি চৌধুরী শিমুল, পাঠাগার সম্পাদক সুনীল সেন, স্বেচ্ছাসেবক সম্পাদক নাথুরাম ধর, আশ্রমের পুরোহিত সুকুমার ভট্টাচার্য্য, জপধ্যান সাব কমিটির সাধারণ সম্পাদক কবিতা রাণী শর্মা, সদস্য মণিকা চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি