ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উৎসব আগামী ১৩ ও ১৪ মার্চ

55

হাটহাজারীর ফতেয়াবাদ আর্দশ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১২৫ বছর পূর্তি উৎসব আগামী ১৩ ও ১৪ মার্চ শুক্র ও শনিবার উদযাপিত হবে। ১৩ মার্চ বিকেল ৩টা উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। উদ্বোধক থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার, হাটহাজারী সার্কেল আবদুল্লাহ আল মাসুম। সভাপতিত্ব করবেন বিদ্যালয় সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কদর। বিকেল ৪টা বর্ণাঢ্য র‌্যালি। ১৪ মার্চ প্রথম অধিবেশন সকাল ৯টা শিক্ষক ও শিক্ষার্থী সম্মাননা প্রদান। এতে প্রধান অতিথি চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রধান আলোচক থাকবেন সাবেক মূখ্য সচিব আবদুল করিম। আলোকিত অতিথি এফসিএ চেয়ারম্যান প্রফেসর ড. সেলিম উদ্দিন। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। সভাপতি করবেন আবুল কদর। প্রধান অতিথি অধ্যাপক ড. তোফায়েল আহমদ। স্বাগত বক্তব্য রাখবেন প্রধান শিক্ষক মোহাম্মদ আলী নাসের চৌধুরী। দ্বিতীয় অধিবেশন দুপুর ৩টা আলোচনা সভা প্রধান অতিথি থাকবেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। মূল্য আলোচক বিশ্ব সাহিত্য কেন্দ্র চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল্লাহ আবু সাইয়িদ, আলোকিত অতিথি চবি শিক্ষক সমিতি সাবেক সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন, বিশেষ অতিথি চট্টগ্রাম চেম্বার অব কমার্স সভাপতি মাহবুবুল আলম, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন। সন্ধ্যা ৬টা সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানমালায় সকলের উপস্থিতি বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মুক্তিযোদ্ধা মো. আবুল কদর ও সচিব, প্রধান শিক্ষক আলী নাসের চৌধুরী অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি