ফতেয়াবাদে রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকীতে সঙ্গীতানুষ্ঠান

112

হাটহাজারী উপজেলার ফতেয়াবাদে শ্রীশ্রী রামঠাকুর সেবাশ্রমের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১ ফেব্রুয়ারি বিকালে শিল্পী মনিকা চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। শিল্পী লাভলী ধরের সঞ্চালনায় শুরুতেই সমবেত কণ্ঠে শিল্পীরা পরিবেশন করেন ‘আবার বাজাও তোমার পাঞ্চজন্য…’। একক ভক্তিগীতি পরিবেশন করেন টিভি ও বেতার শিল্পী ইলু দাশগুপ্তা, লাভলী ধর, মনিকা চৌধুরী, রণী দাশ, তিথি আচার্য্য, অপ্সরা পাল, দিবা আচার্য্য, পূজা দাশ, শর্মী সেন, অরিন্দম ধর, মুমু দে, প্রেমা মল্লিক, অন্নি সেন, প্রমী সেন প্রমুখ। একক নৃত্য পরিবেশন করেন নিবেদিতা ভট্টাচার্য্য। সমগ্র অনুষ্ঠানে যন্ত্র সংগীতে ছিলেন তবলায়-লিটন নন্দী, কী-বোর্ডে- রনী দাশ, গীটারে- অমি চৌধুরী, অক্টোপ্যাডে- রনী পালিত। অনুষ্ঠানে মনোমুগ্ধকর ভক্তিমুলক সংগীত উপহার দিয়েছিল ছোট্ট সোনামণি শিল্পীবৃন্দ। সংগীতের আনন্দের উচ্ছ্বাসে উদ্বেলিত কলকাকলিতে উৎসব অঙ্গনে সৃষ্টি হয় নান্দনিক পরিবেশ। সঙ্গীতের মূর্চনায় উপস্থিত বিপুলসংখ্যক দর্শক আনন্দে ভাসে। ‘প্রেমানন্দ বাহু তুলে…’ গানের মধ্যদিয়ে শেষ হয় মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান। এ সময় আনন্দে আত্মহারা হয়ে দর্শকরাও দুই হাত তুলে সুরে সুরে গাইতে থাকে শেষ গানটি।