ফতেয়াবাদে রামঠাকুর সেবাশ্রমে পিতৃ-মাতৃ পূজা অনুষ্ঠিত

85

হাটহাজারী উপজেলার ফতেয়াবাদে রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী মহোৎসব উপলক্ষে ৪র্থবারের মতো আধ্যাত্মিক মাঙ্গলিকতায় জীবন্ত পিতৃ-মাতৃ পূজা গত ১ ফেব্রুয়ারি সকালে সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পন্ডিত সুকান্ত চক্রবর্তী, পন্ডিত রাজীব চক্রবর্তী, পন্ডিত পরিতোষ চক্রবর্তী ও পন্ডিত বিজয় মঙ্গল চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধানে এই মাঙ্গলিক পূজানুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন এলাকা থেকে আসা ৭ জন পিতা-মাতা। ঢোল বাদন ও মহানামের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ইলু দাশগুপ্তা। সেবাশ্রমের সভাপতি প্রকৌশলী চন্দন দাশের সভাপতিত্বে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি বড়–য়া। মনিকা চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক রিতা রাণী ধর, সেবাশ্রমের সাধারণ স¤পাদক ডা. দুলাল কৃষ্ণ শীল, গোপাল দে, মানব কুমার শর্মা, ডা. অজয় কুমার শীল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধ্যাত্মিকতায় ভরপুর এ পূজানুষ্ঠানের মাধ্যমে পিতা-মাতার প্রতি সন্তানের যে দায়িত্ব ও কর্তব্যবোধ তা আবারও সকলকে স্মরণ করিয়ে দিচ্ছে। সন্তানের কাছে পরম সৃষ্টিকর্তার পরের অবস্থান হচ্ছে পিতা-মাতা। পিতা-মাতাকে সেবা করা মানে হচ্ছে পরম সৃষ্টিকর্তাকে সেবা করা। সুতরাং পিতা-মাতার প্রতি যথাযথ সেবা করা হচ্ছে সন্তানের প্রকৃত ধর্মের কাজ। এ ধরনের পূজানুষ্ঠানের মাধ্যমে সন্তানসহ সকল স্তরের মানুষের মধ্যে জাগ্রত হবে মনুষত্ব্যবোধ ও মানবিক বোধ। বিজ্ঞপ্তি