ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতা কর্মশালা

3

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে ভূমিধসে ক্ষয়ক্ষতি রোধে লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ও বর্ণমালা কমিউনিকেশনের সহযোগিতায় জনসচেতনতামূলক এক কর্মশালা ৬ মে (শনিবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম। বিশেষ অতিথি ছিলেন-নাজিরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র কমিশনার মোহাম্মদ আলী, শিশু বিশেষজ্ঞ ডা. জয়নাল আবেদীন মুহুরী, শিক্ষা অফিসার ডা. সেলিম রেজা, তথ্য আপা মনোয়ারা বেগম। এ সময় আরো উপস্থিত ছিলেন- ডা. হাফিজ লিংকন, বর্ণমালা সংস্থার পার্থ সিংহ, মাহমুদুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, গত ২ দশকে চট্টগ্রামে ৭২৫ জন ভূমিধসে মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর পিছেন কারণ অতিবৃষ্টি, বজ্রপাত ও ভূমিকম্প। তবে সবচেয়ে ফটিকছড়িতে বেশি ক্ষতিকর মাটি খেকোদের পাহাড় কাটা, পাহাড়ি এলাকায় গড়ে উঠা ইটের ভাটা, অবৈধ এলাকায় বসতির স্থাপনা ও পাহাড়ের গাছ নিধন। এসব কিছু বন্ধ করা গেলেই ফটিকছড়িতে ভূমিধস থেকে রক্ষা পাওয়া যাবে।