ফটিকছড়ি সুয়াবিলে উন্নয়নের ছোঁয়া

69

গ্রামীণ অর্থনীতিসহ দেশের সামগ্রিক অর্থনীতি আরও বেশি চাঙ্গা করতে পল্লী অঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ ও সংস্কার, গ্রামীণ হাট-বাজার উন্নয়নে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে সমগ্র দেশের ন্যায় ফটিকছড়ি উপজেলার প্রতিটি ইউনিয়নে উন্নয়নের কাজ চলমান রয়েছে। তৎমধ্যে উপজেলার সুয়াবিল ইউনিয়নে বিভিন্ন প্রকল্পের কাজ চলমান ও কয়েকটি সম্পন্ন হয়েছে। এসব প্রকল্পের বিভিন্ন সময় পরিদর্শন করেছেন সুয়াবিল ইউপি চেয়ারম্যান আবু তালেব চৌধুরী। তিনি বলেন, সুয়াবিল ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। এলাকার আর্থ-সামাজিক এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে ও অনেক প্রকল্প ইতোমধ্যে শেষ হয়েছে। আমরা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছি, উন্নয়ন ছোঁয়া লেগেছে সুয়াবিলের ইউনিয়নের ছোট বড় সকল সড়কসহ প্রতিটি খাতে। এলজিএসপি-৩ আওতায় প্রকল্পগুলো হচ্ছে, ১ লক্ষ্য ৫০ হাজার টাকা ব্যায়ে বারমাসিয়া রাশুর ফিল্ড সড়কে ব্রিক সলিং, ১ লক্ষ্য ৫০ হাজার টাকা ব্যায়ে বারমাসিয়া নালির কূল সড়কে ব্রিক সলিং, ১ লক্ষ্য ৫০ হাজার টাকা ব্যায়ে হাজিরখিল জুম্মপাড়া সড়কে ব্রিক সলিং, ১ লক্ষ্য ৭১ হাজার টাকা ব্যায়ে হাজিরখিল আতর মিয়া হাজীর বাড়ি সড়কে ব্রিক সলিং ও কালভার্ট নির্মাণ, ১লক্ষ্য ৫০ হাজার টাকা ব্যায়ে বারমাসিয়া টিলা পাড়া সড়কে ব্রিক সলিং, ১লক্ষ্য ৫০ হাজার টাকা ব্যায়ে বারমাসিয়া দক্ষিণ হিন্দুপাড়া যতীন্দ মোহন চৌধুরী বাড়ি সড়কে ব্রিক সলিং, ১ লক্ষ্য ৪৯ হাজার টাকা ব্যায়ে বারমাসিয়া বাগান বারই টিলা সড়কে ব্রিক সলিং, ১ লক্ষ্য ৫০ হাজার টাকা ব্যায়ে শোভনছড়ি রোড হতে হামদু মিয়া বাড়ি সড়কে ব্রিক সলিং, ১লক্ষ্য ৫০ হাজার টাকা ব্যায়ে হাজিরখিল বড় বাড়ি সড়কে ব্রিক সলিং, ১লক্ষ্য ৫০হাজার টাকা ব্যায়ে শোভনছড়ি মগপাড়া সড়কে অসমাপ্ত ব্রিক সলিং, ১লক্ষ্য ৫০ হাজার টাকা ব্যায়ে দক্ষিন হিন্দুপাড়া দূর্গা মন্দির সড়কে ব্রিক সলিং, ১লক্ষ্য ১৪হাজার টাকা ব্যায়ে বারমাসিয়া ছিদ্দিক বাপের বাড়ি সড়কে ব্রিক সলিং,২লক্ষ্য টাকা ব্যায়ে হাজিরখিল ইদ্দ্যেরছোলা সড়কে ব্রিক সলিং, উন্নয়ন তহবিল হতে ২ লক্ষ্য টাকা ব্যায়ে বারমাসিয়া মাইজপাড়া সড়কে ব্রিক সলিং, ৫লক্ষ্য টাকা ব্যায়ে শোভনছড়ি মগপাড়া কেয়াং ঘরের ভান্ডারী ওয়াল নির্মান, ১ লক্ষ্য ৫০ হাজার টাকা ব্যায়ে সুয়াবিল ইউপি দরজা-জানালা পুণ নির্মাণ, ১লক্ষ্য ৫০হাজার টাকা ব্যায়ে শোভনছড়ি কমিউনিটি ক্লিনিকে নলকূপ স্থাপন ও টয়লেট নির্মাণসহ মোট ২৭টি প্রকল্প। এতে ২৭ লক্ষ্য ৩৬ হাজার ৭শ ৫২ টাকা ব্যায় হচ্ছে বলে জানান চেয়ারম্যান মো. আবু তালেব।
সরেজমিনে দেখা যায়, বেশির ভাগ প্রকল্পের কাজ সমাপ্ত হয়েছে, বাকীগুলোর কাজ চলমান রয়েছে। বেশির ভাগ প্রকল্পকাজ শেষ হওয়ায় উন্নয়ন দৃশ্যমান। স্থানীয় এলাকাবাসী মো. শহিদ ও মো. আব্বাস বলেন, সুয়াবিল ইউপি চেয়ারম্যান মো. আবু তালেবের আন্তরিকতায় এলাকার প্রতিটি সেক্টরে উন্নয়নের কাজ হচ্ছে। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ ও সংস্কার হওয়ায় এলাকার জনগন সুফল পাচ্ছে।