ফটিকছড়ির হেয়াকো টেক্সি ও সিএনজি চালক সমিতির দুইপক্ষ মুখোমুখি সংঘর্ষ

67

ফটিকছড়ি উপজেলার হেয়াকো টেক্সি ও সিএনজি চালক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিয়েছে দুইপক্ষ। যেকোন সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। এক পক্ষ চাইছে নির্বাচন না দিতে অন্যদিকে, অপর পক্ষ চাইছে দ্রুত নির্বাচন। ইতোমধ্যে বর্তমান কমিটির বিরুদ্ধে সাবেক কমিটির নেতৃত্বে সংগঠনের বেশ কিছু সদস্য লিখিত আকারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, সমবায় কর্মকর্তা, দাঁতমারা ইউপি চেয়ারম্যান, বাগানবাজার ইউপি চেয়ারম্যান, দাঁতমারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক বরাবরে অভিযোগ জমা দিয়েছে। অভিযোগে বিগত ৩ বছরের সঠিক আয়-ব্যয় হিসাবসহ যথাসময়ে নির্বাচন আয়োজনের জন্য তাদের সহযোগীতা কামনা করা হয়েছে। এই পক্ষের অভিযোগ বর্তমান কমিটির সদস্যরা ৭৫০ জন চালকের চাহিদামত নির্বাচনের আয়োজন না করে ক্ষমতা ধরে রাখতে চাইছে। জানা যায়, ২০১৭ সালের ১৭ জানুয়ারি সংগঠটির ত্রি-বার্ষিক নির্বাচনে আব্দুর রশিদ সভাপতি এবং মো. শাহ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সে হিসেবে ২০২০ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত বর্তমান কমিটির মেয়াদ রয়েছে। সমবায় আইন ও বিধি মোতাবেক কমিটির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৪৫ দিন পূর্বে নির্বাচনের কার্যক্রম শুরু করতে হবে। সে জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে সেটা অনুমোদনের জন্য উপজেলা সমবায় কর্মকর্তার সুপারিশক্রমে জেলা সমবায় কর্মকর্তার নিকট প্রেরন করতে হয়। সংগঠনের সাবেক সভাপতি মো. আবু তৈয়ব অভিযোগ করে জানান, নির্ধারিত মেয়াদ শেষ হতে চললেও বর্তমান কমিটি নির্বাচনের কোন কার্যক্রম হাতে নেয়নি। অথচ গত ৩০ নভেম্বর ২০১৯ অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় জানানো হয়েছিল যে, দুই মাসের মধ্যে কমিটি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে। সেটা পত্র পত্রিকায় নিউজ আকারে প্রকাশিত হয়েছিল। সমিতির বিগত তিন বছরের হিসাব যথাযথভাবে বুঝিয়ে না দিয়ে অগনতান্ত্রিকভাবে তারা দায়িত্ব আকড়িয়ে বসে থাকতে চাইছে। সেটা শ্রমিকরা মেনে নিবে না। শ্রমিকরা নির্বাচনের পক্ষে। নির্বাচন ছাড়া অন্য কিছু তারা মানবে না। এ ব্যাপারে সংগঠনের সভাপতি মো. আব্দুর রশিদের জানান, সমবায় আইনে রয়েছে কমিটি নির্ধারিত সময়ে নির্বাচনের আয়োজন করতে না পারেল এডহক কমিটি গঠিত হবে। গঠিত এডহক কমিটি ৩ মাস মেয়াদের মধ্যে নির্বাচন কমিটি গঠন করে নির্বাচনের ব্যবস্থা গ্রহন করবে। তারা ব্যর্থ হলে ৩ মাস পর পূনরায় এডহক কমিটি গঠিত হবে। আমরা নির্বাচন করতে চাইছিলাম কিন্তু মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দেয়ার ফলে আমরা নির্বাচনী কার্যক্রম হাতে নিতে পারি নাই।