ফটিকছড়ির লেলাংয়ে হাদী বাদশাহ আউলিয়া (ক.)র বার্ষিক ওরশ

94

ফটিকছড়ির লেলাং ইউনিয়নের হাদী নগর দরবার শরিফে সুলতানুল আউলিয়া হজরত মাওলানা সৈয়দ হাদী উদ্দিন শাহ প্রকাশ হাদী বাদশাহ আউলিয়া (ক.)’র বার্ষিক ওরশ শরিফ গত ২২ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হয়েছে। ওরশ উপলক্ষ্যে শাহ মাবুদ মঞ্জিল কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করে। সুলতানুল আউলিয়া হজরত মাওলানা সৈয়দ হাদী উদ্দিন শাহ প্রকাশ হাদী বাদশাহ আউলিয়া (ক.) জীবনের উপর আলোচনা সভা ও মাহফিলে প্রধান অতিথি ছিলেন ভারত থেকে আগত আওলাদে আলা হযরত মুফতিয়ে আযম হযরতুলহাজ্ব আল্লামা তৌছিফ রেজা খাঁন (ম.)। তিনি আল্লামা সৈয়দ মো. শহিদুল আলম শাহ আল হাদী (ম.) ও মাওলানা মুঈনদ্দিন রেজভীকে তরিকায়ে কাদেরীয়া বারকাতিয়া নুরীয়ার খেলাফত ও এজাজতে দান করেন। সৈয়দ মো. শহিদুল আলম শাহ আল হাদী(ম.) এর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন আল্লামা নুরুল আমিন রেজভী, আল্লামা ওসমান গণী জালালী, হাফেজ আল্লামা শাহ আলম রেজভীসহ প্রমুখ আলেমগন। এসময় সুলতানুল আউলিয়ার পুত্র বংশীয় শাজরার ধারাবাহিকতায় ৭ম নচলী ওয়ারিশ হজরত শাহসূফি মাওলানা সৈয়দ আবদুল মাবুদ শাহ (র.) র পুত্রসহ সকল আওলাদগন, আশেক বৃন্দরা উপস্থিত ছিলেন। ওরশ শরিফে আখেরী মুনাজাত পরিচালনা করেন ভারত থেকে আগত আওলাদে আলা হযরত মুফতিয়ে আযম হযরতুলহাজ্ব আল্লামা তৌছিফ জো খাঁন (ম.)।