ফটিকছড়ির পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট

168

ফটিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বাসবাসরত উপজাতীরা বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভুগছেন। পানীয়জলের অভাব মেটাতে তারা আশে-পাশের ছরা, ডুবা, কুয়ার পানি এবং খালের ময়লাযুক্ত পানি সংগ্রহ করতে হচ্ছে। ফলে, এ উপজাতারী ডায়রিয়া, আমাশাসহ নানা ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। তাদের বিশুদ্ধ পানির সংকট মেটাতে বেশ কয়েকটি গভীর নলকূপ থাকলেও তা এখন নষ্ট হয়ে গেছে। এলাকার উপজাতী নারীরা দূর্গম পাহাড় থেকে অনেক দূরে থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে হয়। উপজেলার সুয়াবিলের শোভনছড়ি, হারুয়ালছড়ির ত্রিপুরা পাড়া, নানুপুরে খিরাম, দাঁতমারা ও ভূজপুরের আদিবাসী পাড়ায় সরেজমিনে গিয়ে দেখা যায় এসব চিত্র। উপজাতীরা জানান, পাহাড়ী এলাকার সবখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। বাধ্য হয়ে ছড়ার পানি সংগ্রহ করে খাওয়া এবং গোসল করতে হয়। উল্লেখ করা যেতে পারে যে, শুস্ক মৌসুমে এখনকার নদী ছড়ায় পানিতে মরা গবাদী পশু যত্রতত্র স্থানে ফেলানোর কারণে পানি দূষিত হয়ে পড়ে। ফলে এ পানি রান্না ও গোসলের কাজে ব্যবহৃত হওয়ায় শরীরে চর্ম রোগ ও পেটের পীড়া ছড়িয়ে পড়ছে। এদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বসানো গভীর নলকূপের ঝরনা দিয়ে অঝরে ঝড়ছে পানি। যার দরুণ গভীর নলকূপের আশে-পাশের ২-৩ কিলোমিটার এলাকায় কোন অগভীর নলকূপ দিয়ে পানি উঠছে না। ফলে এখানকার বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। নানা রোগ ছড়িয়ে পড়ছে চতুর্দিকে।