ফটিকছড়ির নুুর-ছাফা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

91

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর নিশ্চিন্তাপুর নুর-ছাফা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টির আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেলে বিদ্যালয় চত্বরে এ সমাবেশ হয়। এতে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি ও সমিতিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হারুন অর রশীদ সভাপতিত্ব করেন।
সমাবেশের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম ভিআইপি টাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবুল হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সায়েদুল আরেফিন। প্রধান বক্তা ছিলেন উপজেলার পূর্ব ধলই খাদিজা-মালেক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মো. আবদুল মালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী এস এম হেদায়েত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. মুহাম্মদ সেলিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাসানুল কবির, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ মহাজন ও এলাকার শিক্ষানুরাগী মো. হারুন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলার রোসাংগিরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শোয়েব আল ছালেহীন, শিক্ষানুরাগী মোহাম্মদ শাহ আলম ও মাওলানা মাহমুদুল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু নৈতিক শিক্ষা এখন সকল শিক্ষার্থীদের মধ্যে অপরিহার্য হয়ে পড়েছে। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে এলাকার সকল অভিভাবকদের এগিয়ে আসতে হবে। এতে শিক্ষার আলো বিস্তৃর্ণ অঞ্চলে দ্রæত ছড়িয়ে পড়বে।