ফটিকছড়িতে ৫ দফা দাবিতে ফারিয়া’র মানববন্ধন

47

চট্টগ্রামের ফটিকছড়িতে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভদের চাকুরির নিশ্চয়তা ও নীতিমালা প্রণয়নসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে গত শনিবার সকালে নাজিরহাটের ঝংকার মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ দেলোয়ার হোসেন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক মো. সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রিয় কমিটির সহ সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান রাজিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলার বিবিরহাট শাখার সাংগঠনিক সম্পাদক মো. কুরবান আলী। বক্তব্য রাখেন নাজিরহাট ফারিয়ার সভাপতি মুঞ্জুরুল পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, নানুপুর ফারিয়ার উপদেষ্ঠা মো. ফিরোজ আহমেদ এবং বিবিরহাট ফারিয়ার সহসভাপতি রূপক দে প্রমুখ। সমাবেশে বক্তারা চাকুরির নিশ্চয়তা ও নীতিমালা প্রনয়ণ, বর্তমান মূল্যস্ফীতির কথা বিবেচনা করে টিএ/ডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান, সরকারী বেতন স্কেল ৭ম গ্রেডের সমপরিমান বেতন নির্ধারন, ফারিয়াকে সরকার কর্তৃক নিবন্ধন ও স্বীকৃতি প্রদান, সাপ্তাহিক ছুটিসহ সকল ছুটি প্রদানের নিয়ম চালু করার দাবি জানিয়েছেন।