ফটিকছড়িতে হালদার ভাঙ্গনে বিলীন সড়ক

232

গত বর্ষায় ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে অতিরিক্ত পানির চাপে হালদা নদীতে বিলীন হয়ে গেছে ফটিকছড়ি উপজেলার পুরাতন ফটিকছড়ি-হারুয়ালছড়ি-পাইন্দং সড়ক। অভিযোগ রয়েছে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন (এলজিইডি) যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় সড়কটি নদীতে বিলীন হয়ে গেছে। এ সড়ক দিয়ে এখন দু’জন লোক একসঙ্গে চলাচল করতে পারে না। কর্তৃপক্ষ দ্রæত পদক্ষেপ না নিলে যে অংশটুকু আছে তা যে কোনো মুহুর্তে ভেঙে হারুয়ালছড়ি ও পাইন্দং ইউনিয়নের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। সড়কটি দিয়ে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের সাতঘর পাড়া, খয়রাতি পাড়া, পুরাতন ফটিকছড়ি, পূর্ব ফটিকছড়ি এবং পাইন্দং ইউনিয়নের যুগিনীঘাটা ও উত্তর পাইন্দং গ্রামের কয়েক হাজার লোক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নগরসহ উপজেলা সদরে যাতায়াত করেন। ১৫ ফুট সড়কের ১২ ফুটই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাকি ৩ ফুট দিয়ে বর্তমানে লোকজন হেঁটে চলাচল করছে। পাইন্দং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ সরওয়ার হোসেন জানান, ‘ইউনিয়নের যোগিনীঘাটা এলাকার হালদা ব্রিজের পশ্চিম পাশের ওই গ্রামীণ সড়ক দিয়ে প্রতিনিয়ত দুই ইউনিয়নের হাজারো মানুষ যাতায়াত করত। চলতি বর্ষায় হালদা নদীতে সড়কটি বিলীন হয়ে যায়। বিষয়টি উর্ধ্বতনদেও জানালেও কোন কাজ হয়নি।’ হারুয়াছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী জানান, ‘হালদার পানি বৃদ্ধি পেলে ভাঙন শুরু হয়। তখন এলাকার শিক্ষার্থীরা স্থানীয় পূর্ব ফটিকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যুগিনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়, হারুয়ালছড়ি গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসাসহ ভূজপুর ও ফটিকছড়ি ডিগ্রি কলেজে যাতায়াত করতে পারে না। অন্তত কয়েকশ শিক্ষার্থী হালদার ওই পাড় দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করেন।’ স্থানীয় লোকজন জানান, এ সড়কটি হালদা নদীর বেড়িবাঁধের মতোই ছিল। এখন সড়ক ভেঙে যাওয়ায় হালদা নদীর পানি বৃদ্ধি পাওয়ামাত্র প্লাবিত হয় পূর্ব ফটিকছড়ির বিস্তীর্ণ অঞ্চল। নষ্ট হয়ে যায় চাষ করা ফসলি জমি। গত কয়েক বছর এমন ভয়াবহ পরিস্থিতি হওয়া সত্তে¡ও টনক নড়ছে না স্থানীয় জনপ্রতিনিধিসহ কর্তৃপক্ষের। এলজিইডির ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হেদায়েত বলেন, ‘পাউবো বেড়িবাঁধ নির্মাণ করে দিলে আমরা সেখানে পুরাতন ফটিকছড়ি-হারুয়ালছড়ি-পাইন্দং সড়ক মেরামতের কাজ করব।’