ফটিকছড়িতে সেবাখোলা মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত

42

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ফটিকছড়ি শাখার উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি উপজেলার কেন্দ্রীয় সেবাখোলা মন্দিরে মিলন কান্তি নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মরহুম মাহমুদ হাসানের সুযোগ্য পুত্র, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ। এতে উদ্বোধক ছিলেন ফটিকছড়ি উপজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি রনজিত কুমার চৌধুরী। প্রধান ধর্মীয় বক্তা ছিলেন বাংলাদেশ-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. বিজয় কৃষ্ণ বৈষ্ণব। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সায়েদুল আরেফিন।
আলোকিত অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ফটিকছড়ি শাখার সভাপতি মাস্টার রতন কান্তি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহেদ কোরাইশী, ফটিকছড়ি প্রেসক্লাবের আহব্বায়ক মোহাম্মদ মনজু, মাহাম্মদ ফরিদ, লায়ন এ কে জাহেদ চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি শাখার সাধারণ সম্পাদক কাজল শীল, ফটিকছড়ি হাইদচকিয়া সূর্যগিরি আশ্রমের অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, সহ-সভাপতি শিমুল ধর, পন্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, আধিত্য সৈকত, সুমন দেবনাথ, সুমন বণিক, অর্চ্চনা রানী আচার্য, পায়েল শীল, সাবেক সাধারণ সম্পাদক ডা. প্রতাপ রায়, ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি সুজিত চক্রবর্তী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুরঞ্জন কান্তি দে। এতে আরো উপস্থিত ছিলেন রজত পাল, কুসুম দে, প্রিয়া শীল, জয়া শীল, মানিক বড়ুয়া প্রমুখ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিবেশনায় ছিলেন হাইদচকিয়া পন্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীবৃন্দ এবং অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন সৃজা ভট্টাচার্য।
উক্ত অনুষ্ঠানে ফটিকছড়ি কেন্দ্রীয় মন্দিরের জন্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ ২ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন। বিজ্ঞপ্তি