ফটিকছড়িতে শিক্ষককে বহাল রাখার দাবিতে মাইজভান্ডার সড়ক শিক্ষার্থীদের অবরোধ

41

ফটিকছড়ি উপজেলার আজিম নগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবসায়শিক্ষার শিক্ষক আবদুল লতিফকে অব্যাহতির প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল শনিবার ২ মার্চ দুপুরে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখায় নাজিরহাট-মাইজভান্ডার সড়কে কয়েক ঘন্টা যানবচলাচল বন্ধ থাকে। থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বিল্লাল হোসেন বলেন, বিদ্যালয়ের প্রদত্ত সম্মানী ভাতায় ৩ বছর আগে আবদুল লতিফকে নিয়োগ দেয়া হয়। বর্তমানে সরকারী ভাবে ব্যবসায়শিক্ষার জন্য শিক্ষক সহ ৪ জন নিয়োগ দেয়। তৎ মধ্যে ব্যবসায়শিক্ষার ১ জন ও বাংলা বিষয়ের ১ জন যোগদান করেন। ফলে গত ২০ ফেব্রুয়ারি বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভায় আবদুল লতিফকে অব্যাহতির সিন্ধান্ত হয়। গতকাল শনিবার উক্ত শিক্ষককে অব্যাহতি পত্র দেয়া হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অব্যাহতির প্রতিবাদে সড়ক অবরোধ ও বিদ্যালয়ের ফুলের টব ভাংচুর করে।