ফটিকছড়িতে মুনিরীয়ার ঈদে মিলাদুন্নবী সম্পন্ন

108

ফটিকছড়ি পৌর সদর রাঙামাটিয়া দরবার শরীফের উদ্যোগে ৩ দিনব্যাপী গত ২০,২১ ও ২২ ডিসেম্বর ঈদ-এ মিলাদুন্নবী (দ.) ও মুনিরুল উলুম বারীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ১৯তম বার্ষিক সভা শফিকীয়া দরবার শরীফের পীর হযরতুলহাজ শাহ্ছুফি আল্লামা চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরীর (ম.জি.আ.) সভাপতিত্বে অনুষ্টিত হয়। ২০ ডিসেম্বর মাহফিলের প্রথম দিনে ওলামাগন তকরিব শেষে মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়। ২য় দিনে ২১ ডিসেম্বর তকরীর পেশ করেন আল্লামা মুহাম্মদ মহিউদ্দীন হাশেমী (ম.জি.আ.), ঢাকা থেকে আগত মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি বদরুজ্জামান রিয়াদ (ম.জি.আ), আল্লামা মুফতি মুহাম্মদ হারুনুর রশিদ (ম.জি.আ.)। এতে অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফীন, লেলাং ইউপির সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন মুহুরী, রোসাংগিরী ইউপি চেয়ারম্যান সোয়েব আল সালেহীন, জাফার সভাপতি আবছার উদ্দীন, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদউল্লাহ কুরাইশি প্রমুখ। ২১ ডিসেম্বর তকরিব পেশ করেন আল্লামা মুহাম্মদ জুলফিকার আলী (ম.জি.আ.), ঢাকা থেকে আগত মাওলানা মুফতি মাসুদুর রহমান হামিদী (ম.জি.আ),্আল্লামা মুহাম্মদ শফিউল আলম নিজামী, ঢাকা থেকে আগত মিডিয়া ব্যক্তিত্ব ড. আল্লামা মুফতি কফিলুদ্দিন সরকার সালেহী (ম.জি.আ)। এতে বিশেষ অতিথি ছিলেন হাফেজ ক্বারী আল্লামা ফখরউদ্দীন চৌধুরী, শাহ্জাদা সালাহউদ্দীন চৌধুরী, মাও. আবু বকর মুনিরী, আঞ্জুমানের মহাসচিব মাওলানা হাবিব আহমদ মুনিরী, নজরুল ইসলাম প্রমুখ। সবশেষে মাহফিলের সভাপতি শফিকীয়া দরবার শরীফের পীর শাহ্ছুফি আল্লামা চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী (ম.জি.আ.) আখেরি মুনাজাতে বিশ্বের সকল মুসলিম উম্মাহ্র শান্তি কামনা করে ৩ দিনব্যাপী মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।