ফটিকছড়িতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান বিষয়ক সেমিনার

57

চট্টগ্রামের ফটিকছড়িতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। মাইজভান্ডারী তরিকার প্রবর্তক সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর অনুষ্ঠেয় ২৩ জানুয়ারি ১১৩ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে হোসাইনী ব্লাড ডোনার্স ব্যাংকের ব্যবস্থাপনায় সেমিনারের উদ্বোধন করেন উপজেলার লেলাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ছরোয়ার উদ্দিন চৌধুরী।
বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জানে আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আকরাম হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. সৈয়দ হোসাইন সাঈদ মিনহাজুল ইসলাম মাইজভান্ডারী।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দ হোসাইন নুরুল ইসলাম মাইজভান্ডারী, এ কে এম জসিমুল হাসান, মো. গোলাফ সবুজ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্ত্তী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এম মাহাবুবুল আলম চৌধুরী। সেমিনার শেষে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দুই শতাধিক ব্যক্তির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করেন চাটগাঁই ব্লাড ডোনার্স ব্যাংকের সদস্যবৃন্দ।