ফটিকছড়িতে প্রবাসীর জায়গায় অবৈধভাবে দোকান ঘর নির্মাণ

150

ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া স্কুলের পাশে এক প্রবাসীর ক্রয়কৃত জায়গা জবর দখল করে দোকানঘর নির্মাণ ও প্রাণনাশের হুমকীর অভিযোগ উঠেছে সুন্দরপুর ইউনিয়নের হরিণাদিঘী এলাকার মৃত মুন্সি মিয়ার পুত্র সোলতান আহমদ গং এর বিরুদ্ধে। অভিযোগ কারী হলেন পাইন্দং ইউনিয়নের মোল্লার বাড়ীর হাজী সিরাজুল ইসলামের পুত্র ও সৌদি আরব প্রবাসী জাহেদুল আলম। এ নিয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন। শান্তি শৃংঙ্কলা রক্ষার নির্মান কাজ বন্ধের নোটিশ জারি করে থানা প্রশাসন। জাহেদুল আলম অভিযোগ করে বলেন, প্রবাসে কষ্টের অর্জিত সঞ্চিত টাকা দিয়ে উপজেলার পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া এলাকায় তিনি ৬শতক জায়গা ক্রয় করেন জনৈক মৃত দিদারুল আলমের ওয়ারীশগন থেকে। তার ক্রয়কৃত জায়গায় উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় ছিলোনিয়া গ্রামের হরিণাদিঘী এলাকার মৃত মুন্সি মিয়ার পুত্র সোলতান আহমদ নামের এক ব্যাক্তি দখল করে সেমি পাকা দোকানঘর র্নিমাণ করতে শুরু করে। দোকান নির্মাণ বন্ধের জন্য জাহেদুল আলম সোলতান আহমদকে স্বাভাবিক ভাবে বললে বিপরীত তাকে প্রাণনাশের হুমকি দেয়। পরে তিনি আদালতের শরণাপন্ন হলে বিজ্ঞ আদালত বিরোধ মিমাংসা না হওয়া পর্যন্ত উক্ত জায়গাতে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি আরো বলেন, বৈঠকের মাধ্যমে কাগজ-পত্রাদী যাচাই করা হলে জানা যাবে প্রতিপক্ষরা তার ক্রয়কৃত জায়গায় দখল করে দোকান নির্মাণ করছে। এ সব অভিযোগ অস্বীকার করে সোলতান আহমদ বলেন, শামসুল আলম এর জায়গা তিনি ক্রয় করেন। শামসুলের ভাই মৃত দিদারুল ওয়ারিশ থেকে ক্রয় করেন প্রতিপক্ষ জনৈক জাহেদুল আলম। সঠিক কাগজপত্র উপস্থাপন করলে কিছু জায়গা পাবে, তখন দোকান ভেঙ্গে তার জায়গা দিয়ে দিবে বলে তিনি জানান। দোকান নির্মাণ এর কথা জানতে চাইলে তিনি বলেন, থানা থেকে নোটিশ আসলে দোকান নির্মাণ াবন্ধ রেখেছি। হুমকির বিষয়টা তিনি মিথ্যা বলে দাবি করেন।