ফটিকছড়িতে পৃথক অভিযানে ১২ আসামি আটক

28

ফটিকছড়ি থানা পুলিশ পৃথক এলাকায় অভিযান চালিয়ে মদ-ইয়াবাসহ ৮ জন, প্রতারক ১ জন এবং ওয়ারেন্ট ভূক্ত ৩ জনসহ ১২ জন আসামিকে আটক করেছে। গত ১৯ আগস্ট উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতার মাদক কারবারীরা হচ্ছে, মো. শফি ড্রাইভার প্রকাশ শফি (৪৫), মো. দিদার (২০), নুর উদ্দিন (২১) ও মো. খোকন (৩৬) অপর আসামিদের নাম পাওয়া যায়নি। জানা যায়, গত ১৮ আগস্ট সন্ধ্যায় লক্ষীছড়ি উপজেলা হতে কাঞ্চননগর হয়ে ফটিকছড়ি সদরে আসার সময় খুচরা ব্যবসায়ীদের কাঁচা মাল ভর্তি চাঁদের গাড়িটি উত্তর রাঙ্গামাটিয়া বাংলা বাজার নামক স্থানে আটক করে। এ সময় চালক শফি, মো. দিদার, নুর উদ্দিনকে আটক করে। চালক শফি চাঁদের গাড়িটি নিয়ে থানায় রেখে দৌঁড় দিলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। চালক শফি স্বীকার করেন খুচরা কাঁচা মাল ব্যবসায়ীদের অগোচরে সে বাংলা মদ নিয়ে আসে।
তাছাড়া মো. খোকন নামের আরেক জনকে পৌরসভাস্থ বিবিরহাট মাংস বাজার এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নূর উদ্দিন ফটিকছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডের শাহজাহানের পুত্র ও মো. শফি ড্রাইভার এ এলাকার মৃত রশিদ চৌকিদার পুত্র, দিদারও এ এলাকার লোকমানের পুত্র। অপর আসামি খোকন ফটিকছড়ি পৌরসভার ৭নং ৭ ওয়ার্ডের উত্তর ধুরুং এলাকার আব্দুল গণি টেন্ডলের বাড়ি নুর হোসেনের পুত্র। পুলিশ এসময় ৩ জন থেকে ১২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ এবং ১ থেকে ১০ (দশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করে। ফটিকছড়ি থানার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয় বলে পুলিশ জানান। ফটিকছড়ি থানার এসআই দেলোয়ার জানান, পুলিশ গত ১৯ আগস্ট পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে ৩৮ লিটার মদ ৩০ পিস ইয়াবাসহ ৮ জন, ৩ ওয়ারেন্ট ভূক্ত ৩ জন এবং প্রতারক মামলার ১ জনসহ ১২ জন আসামিকে গ্রেফতার করে।