ফটিকছড়িতে দুইদিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা

43

চট্টগ্রামের ফটিকছড়িতে দুইদিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা সম্পন্ন হয়েছে। রাউজান ক্লাব এবং ফটিকছড়ির ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এতে সহযোগিতা করেন। শনিবার কার্যক্রমের সমাপ্তি ঘটে।
এতে বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্পে মেডিসিন, সার্জারি, স্ত্রীরোগ, শিশুরোগ, চর্ম ও যৌন, হৃদরোগ, হাড়ভাঙ্গা, ডায়াবেটিস, নাক-কান ও গলা, চক্ষু, বাত-ব্যথা ও প্যারালাইসিস, দন্তরোগ, নিউরোসার্জারি, শিশু সার্জারি এবং মূত্রনালী রোগের প্রায় ৬০জন চিকিৎসক এক হাজার ৫০০ রোগীকে চিকিৎসা সেবা দেন। এছাড়া ৪৫ শিশুকে খতনা, ৮০০ জনকে কর্ণ ও নাক ছেদন, ৫০০ জনের রক্তের গ্রুপ নির্ণয়, লায়ন্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ ৬০০জনকে চক্ষু চিকিৎসা দেন এবং তাদের ঔষধ দেন। একই সময় সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সহায়তায় ৪০জন স্বেচ্ছায় রক্তদান করেন। গতকাল অনুষ্ঠানের উদ্বোধন করেন- বীর মুক্তিযোদ্ধা মো. দিদারুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম। রমজু মুন্সিরহাট পরিচালনা কমিটির সভাপতি মো. জমিল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- মুক্তিযোদ্ধা শামসুল আলম, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ একরাম উল্লাহ, রাউজান ক্লাবের সভাপতি ডা. মো. ওমর ফারুক, ধর্মপুর ইউপির প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম ও ইউপি সদস্য আবু শোয়াইব প্রমুখ।