ফটিকছড়িতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

31

‘‘ডেঙ্গু হোক পরাজিত, ভবিষ্যৎ হোক সুরক্ষিত’’- এ স্লোগানকে সামনে রেখে ফটিকছড়িতে এডিস মশা নিধন ও ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনাম‚লক সভা ও ফগার মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ আগস্ট সকালে নাজিরহাটে অবস্থিত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফীন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, সহকারী কমিশনার(ভ‚মি) জানে আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলিয়াস চৌধুরী। এ সময় ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র এসএম সিরাজ-উদ-দৌলা, ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ, আব্দুল কাইয়ুম, আবু তালেব চৌধুরী, শোয়েব আল সালেহীন, হারুনুর রশিদ ইমন, ইকবাল হোসেন চৌধুরী, আব্দুল হালিম, হারুনুর রশিদ, মুহাম্মদ ইব্রাহীম, সোহরাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।