ফটিকছড়িতে চৌধুরী এলপিজি গ্যাস রিফুয়েলিং পেট্রোল পাম্প উদ্বোধন

44

ফটিকছড়িতে প্রথম চৌধুরী এলপিজি গ্যাস রিফুয়েলিং পেট্রোল পাম্প ও কনভার্সন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গত ১৩ ডিসেম্বর উপজেলার নাজিরহাট পৌরসভাধীন বাঘমারা পুকুর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ.এম আবু তৈয়ব। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, নাজিরহাট পৌর মেয়র সিরাজ উদ্দৌল্লা, জহুরুল ইসলাম, এসএম জাহাঙ্গীর, সেলিম উদ্দীন ও মোজাফফর কামাল চৌধুরী। হামিদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও ছাদেকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মজিবুর রহমান, জসিম উদ্দীন, জয়নাল আবেদীন, মীর মোরশেদুল আলম, বেলাল উদ্দীন প্রমুখ। উদ্বোধনের পূর্বে খতমে কোরআন, মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এটি উত্তর চট্টগ্রামে হাটহাজারীর পরে প্রথম গ্যাস রিফুয়েলিং সেন্টার। কর্তৃপক্ষ জানান, এতে প্রতিদিন ২০ হাজার লিটার গ্যাস মজুদ থাকবে। দৈনিক অন্তত ৮শ গাড়ি গ্যাস সরবরাহ করতে পারবে বলে জানান তারা। ফটিকছড়িতে চৌধুরী এলপিজা গ্যাস রিফুয়েলিং পেট্রোল পাম্প ও কনভার্সন সেন্টারের উদ্বোধন। বিজ্ঞপ্তি