ফটিকছড়িতে ঘরে ঘরে জ্বরের প্রকোপ বৃদ্ধি

85

সা¤প্রতিক সময়ে ফটিকছড়ি উপজেলার ঘরে ঘরে ভাইরাসজনিত জ্বর, সর্দি, কাশি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ভাড়ছে। পচন্ড গরম ও আবহাওয়া পরিবর্তনের কারণে সব বয়সি মানুষ আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্ট, সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমনিয়া ও জ্বরে। তবে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে এ রোগের প্রবণতা দেখা দিয়েছে বেশি। এদিকে ভাইরাসজনিত এসব রোগ শিশু আর বৃদ্ধদের বেশি হলেও এতে আক্রান্ত রোগী ও অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার প্রাইভেট হাসপাতাল গুলোতেও ভর্তি হচ্ছে এই সকল রোগীরা। এছাড়াও রোগীরা ভিড় জমাচ্ছে বিভিন্ন হাসপাতালের বহিঃ বিভাগ ও চিকিৎসকদের চেম্বারে। সরেজমিনে নাজিরহাট পৌর সদরে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, প্রতিদিন ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃ বিভাগ থেকে চিকিৎসা সেবা নিচ্ছে উপজেলার বিভিন্ন বয়সের শত শত লোক। অনেকেই আবার ভালো চিকিৎসা সেবা পেতে ভর্তি হচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ব্যাপারে জানতে চাইলে শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ জয়নাল আবেদিন মুহুরী বলেন, সা¤প্রতিক সময়ে ভাইরাস জ্বরের প্রকোপ বেড়ে গেছে। তাই ইদানিং হাসপাতালে ভাইরাস জ্বরের রোগী বেশী ভর্তি হচ্ছে। এখানে গড়ে ১২০ থেকে ১৫০ জন পর্যন্ত বাচ্চা রোগী আসতেছে। ভাইরাস জ্বরে সাধারণত প্রথমেই জ্বর অনেক বেশি আসে। প্রথম থেকে দেখা যায় জ্বরটা শুরু হয়। জ্বরের মাত্রা থাকে অনেক। প্রায় ১০৩/১০৪-এ উঠে যায়। এই ক্ষেত্রে জ্বর নামাতে সাধারণ প্যারাসিটামল খাবে রোগিরা। ভাইরাস জ্বর আসলে অভিভাবকদের আতংকিত না হওয়ার পরামর্শ দেন তিনি।